শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন
শোক বার্তা:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা শহরের কাপড় ব্যবসায়ী ও উপজেলা সদরের জয়খালী গ্রামের বাসিন্ধা মাহতাব উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে জানাজা শেষে কাঠালিয়া সদর ইউনিয়নের নিজ গ্রাম জয়খালীর পাররিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মাহতাব উদ্দিন আকন জয়খালী গ্রামের মৃত মফেজ উদ্দিন আকনের ছেলে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে কাঠালিয়া বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান আকন টেইলার্সে বসে অসুস্থ্য হয়ে পড়েন তিনি । স্বজনরা তাকে বাসায় নিয়ে যাবার পর, সন্ধ্যা সারে ৬.১৫ মিনিটের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।