বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন

চা-পানির খরচ বলে রাজাপুরে সুবিধাভুগীর থেকে দুই’শ টাকা করে উৎকোচ আদায়

চা-পানির খরচ বলে রাজাপুরে সুবিধাভুগীর থেকে দুই’শ টাকা করে উৎকোচ আদায়

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে সুবিধাভুগীদের কাছ থেকে দুইশত টাকা চা-পানি খাওয়ার খরচ বলে উৎকোচ আদায়ের অভিযোগ পাওয়া গেছে অফিস সহায়ক মো. এনায়েত হোসেনর বিরুদ্ধে। বৃহস্পতিবার উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সুবিধাভুগী শহিদ খান, পিয়ারা বেগম, জলফুকার, রফিক হোসেন, আলম মোল্লা জানায়, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখহাসিনা গৃহহীন ও ভূমিহীন পরিবারকে দুই শতক জমিসহ ঘর উপহার দিয়েছেন। ঐ সকল জমি সুবিধাভোগীদের নামে রেষ্ট্রি করতে সম্পন্ন খরচ সরকারী ভাবে বহন করা হয়। কিন্তু সাব-রেজিস্ট্রার অফিসের অফিস সহায়ক মো. এনায়েত হোসেন ঐ সকল সুবিধাভোগীদের কাছে চা-পানি খরচ বাবদ দুই’শ টাকা করে দাবী করেন। এতে অনেকের কাছে দুইশত টাকা না থাকলেও তাদের অন্যের কাছ থেকে ঋণ নিয়েও চা-পানি খরচ দিতে হয়েছে। তবে খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হলে অফিস সহায়ক টেরপেলে চা-পানির খরচ নেয়ার চিত্র পাল্টে যায়। এ ব্যাপারে অভিযুক্ত অফিস সহায়ক মো. এনায়েত হোসেন এর কাছে জানতে চাইলে তিনি টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করেন। সাব-রেজিস্ট্রার (খন্ডকালিন) মো. সেলিম ভুঞাঁ বলেন, অফিস শেষে অভিযোগের বিষয় সকলকে নিয়ে বসবো।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  




All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana