সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। আজ ০৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে কাঠালিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
এতে কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতিমা খাতুনকে সভাপতি ও বড় কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ মিজানুর রহমান পলাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটি গঠনের জন্য ইতোপূর্বে ঝালকাঠি জেলা কমিটি কেন্দ্রীয় কমিটিকে সুপারিশ করে। জেলা কমিটির সুপারিশক্রমে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল কাসেম ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান শাহিন উল্লেখিত কমিটি গঠন করার অনুমোদন দিয়েছেন।
কমিটিতে পশ্চিম ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুউদ্দিন নিউটন নির্বাহী সভাপতি, হেতালবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ তৈমুর হোসেনকে নির্বাহী সম্পাদক ও কাঠালিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সফিকুল ইসলামকে যুগ্ম সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এবং কেন্দ্রীয় কমিটি তার অনুমোদন দিয়েছেন।