শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন

কাঠালিয়া উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা

কাঠালিয়া উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা

কাঠালিয়া প্রতিনিধি:

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার উপজেলা পরিষদ সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, আওয়ামী লীগ নেতা আবুল বসার বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় তিনি জানান, কাঠালিয়া উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর প্রথম ধাপে-৫০, দ্বিতীয় ধাপে-৩২৮ এবং তৃতীয় ধাপে-৯৯ জনসহ মোট ৪৭৭ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি ও ঘর ই হস্তান্তর হয়েছে।

এসব পরিবারগুলোকে গত ২৬মে’র আগেই জমিসহ ঘর বুঝিয়ে দেয়া হয় এবং স্বপ্নের সেই ঘরেই তারা পরিবার-পরিজন নিয়ে শান্তিতে বসবাস করছেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana