বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন

কাঠালিয়ায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৮ দফা দাবীতে মানববন্ধন

কাঠালিয়ায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৮ দফা দাবীতে মানববন্ধন

ঝালকাঠির কাঠালিয়ায় মুজিব শতবর্ষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ ৮ দফা দাবীতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে।  আজ ০৯ ফেব্রæয়ারী বুধবার সকাল ১১.৩০ মিনিটের সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট সভাপতি মাওলানা মোঃ শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়াতুল মুদাররিসিনের সভাপতি মাওলানা মোঃ ইদ্রিস মিয়া।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট সাধারন সম্পাদক মাওলানা মোঃ রহমত উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা মোঃ মুহিববুল্লাহ, মাওলানা মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।
পরে শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি তুলে দেন।

এ সময় বক্তরা প্রাথমিক বিদ্যালয়ের ন্যয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহ জাতীয় করন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালা-২০১৮ বাস্তবায়ন। ডাটা বেইজ চুড়ান্ত করন, পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার করণ, রেজিষ্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করণ। শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা, একজন অফিস সহায়কের পদৃ সৃষ্টি করা ও ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার অটোপাশের প্রজ্ঞাপন জারি করণসহ বাস্তবায়নের দাবি করেন। মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকরা অংশ নেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana