বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ রোববার সকাল ১০টায় বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কাঠালিয়া বন্দরের প্রধান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে আচোনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমীন প্রমুখ।
এর পূর্বে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং উপজেলার ৩ জন সফল মৎস্য চাষিকে পুরস্কার প্রদান করা হয়।