বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন

কাঠালিয়ায় শেষ হলো ৫৮তম গাউসিয়া ছত্তারিয়া ও হাদীয়া পাক দরবার শরীফের ওরশ

কাঠালিয়ায় শেষ হলো ৫৮তম গাউসিয়া ছত্তারিয়া ও হাদীয়া পাক দরবার শরীফের ওরশ

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরের পশ্চিম আউরায় গাউসিয়া ছত্তারিয়া ও হাদীয়া পাক দরবার শরীফের ৫৮তম বার্ষিক ওরশ শেষ হয়েছে। আজ শুক্রবার ভোরে মুসলিম উম্মার শান্তি ও সাফল্য কামনা করে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে এ দরবার শরীফের বার্ষিক ওরশের কর্মসূচি শেষ করা হয়। প্রতি বছরের ন্যায় বাংলা ২৭শে মাঘ গাউসিয়া ছত্তারিয়া ও হাদীয়া পাক দরবার শরীফে (একদিন ব্যাপী) বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।

ছত্তারিয়া ও হাদীয়া পাক দরবার শরীফের ওরশ এ উপলক্ষে বৃহস্পতিবার দিবাগত রাতভর মিলাদ, দোয়া, জিকির আশকার ও বিভিন্ন বাউল শিল্পী দ্বারা সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওরশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত আশেকান, সাধু, ফকির, তরীকার আশেকান ও এলাকাবাসী দরবার শরীফে সমাবেত হন। এ ওরশে আরজগুজার সাজ্জাদানশীল ছিলেন মো. অলি উল্লাহ মাইজ ভান্ডারী ও মো. আল ইমরান মাইজ ভান্ডারী। অনুষ্ঠানে ভক্তবৃন্দের মাঝে তবারক বিতরণ করা হয়।

দরবার শরীফ সূত্র জানাযায়, বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত আশেকান, সাধু, ফকির, তরীকার আশেকান ও এলাকাবাসীর সমাবেশ ঘটে। প্রতি বছর বাংলা ২৭শে মাঘ হযত রওয়া, মুশকিল কোশা, শাহে-দো আলম আওলাদে রাসুল (সঃ) শাহসূফী হযরত মাওলানা সৈয়দ আব্দুল হাদী শাহ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজ ভন্ডারী (রঃ) এর ৫৮ তম ওরশ শরীফ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে গাউসিয়া ছত্তারিয়া ও হাদীয়া পাক দরবার শরীফে পালিত হয়। নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার পর দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana