শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন

কাঠালিয়ায় লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে কালোমুখের হনুমান

কাঠালিয়ায় লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে কালোমুখের হনুমান

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিভিন্ন স্থানে ঘুড়ে বেড়াতে দেখা যাচ্ছে একটি দলছুট কালোমুখের হনুমান। উপজেলার আওরাবুনিয়া, শৌলজালিয়া, সেন্টারের হাট, কচুয়া, বড় কাঠালিয়াসহ বিভিন্ন গ্রামে গত কয়েকদিন ধরে দেখা গেছে এই দলছুট কালোমুখের হনুমানটিকে। অবশেষে গত বৃহস্পতিবার থেকে উপজেলা সদর রোড ও তার আশেপাশের বিভিন্ন পয়েন্টে, ভবন, মোবাইলের টাওয়ার, গাছে ও রাস্তায় থাকতে দেখা যায়।
আজ শুক্রবার দুপুরে হনুমানটিকে উপজেলা সদরের পশ্চিম আউরা এলাকার জালাল মুন্সীর বাসার সামনে দেখা যায়। এসময় হনুমানটিকে দেখতে কৌতুহলী মানুষ ভিড় করে। কেউ কেউ আবার দূর থেকে মোবাইল ফোনে ছবি তুলছে। স্থানীয়রা খাবার দিলেও খাবার খেতে দেখা যায় না।

পশ্চিম আউরা এলাকার বাসিন্দা মো. লিজু মিয়া  জানান, শুক্রবার দুপুরে হঠাৎ করে বাসার সামনে একটি মুখপোড়া হনুমান দেখি। এসময় হনুমানটিকে খাবার দিলেও খাবার খায়নি। তখন লোকজন হনুমানটিকে দেখতে ভিড় করে। পরে কিছু সময় বসে থেকে অন্যদিকে চলে গেছে। কয়েক মাস আগে এরকমের আর একটি হনুমান কাঠালিয়ায় এসেছিল। তবে সেইটা কিনা বলতে পারছি না।

কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক মো. সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মুন্সীরাবাদ এলাকায় হনুমানটিকে দেখা গেছে। এসময় এলাকাবাসীর তারা খেয়ে ফসলের ক্ষেতে ক্ষেতে দৌড়াতে দেয়া যায়।

কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান জানান, মুখ পোড়া হনুমান বৃক্ষচারী শান্তি প্রিয় প্রাণি। এরা চলাফেরা, ঘুম, খাবার সংগ্রহ, খেলাধুলা ও বিশ্রামসহ সবকিছু গাছেই সম্পন্ন করে থাকে। মূলত গাছের পাতা খেয়ে জীবন ধারণ করে বলে এদেরকে পাতা বানর বলা হয়। বনভূমি কমে যাওয়ায় এরা অস্তিত্ব সংকটে পড়েছে। তাই এরা লোকালয়ে চলে এসেছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana