রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় জমিজমার বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে স্কুল শিক্ষক চাচা মো. শাহ আলম মাস্টার (৬১) গুরুতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে। আহত শাহআলম উপজেলার বিল ছোনাউটা গ্র্রামের মৃত সফিজ উদ্দিন খানের পুত্র ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানাযায়, বৃহস্পতিবার সকালে বাড়ীর জমির একটি দলিল চাওয়াকে কেন্দ্র করে চাচা শাহআলম দাও নিয়ে ভাতিজা জহিরুলকে ধাওয়া করে। ভতিজা জহিরুল(২৫) লাঠি নিয়ে পাল্টা ধাওয়া দিয়ে চাচা শাহআলমের মাথায় আঘাত করলে মাথা ফেটে চাচা গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহত শাহআলমকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত শাহআলমের অবস্থা খুবই আশংকাজনক।