রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন

কাঠালিয়ায় ব্রাজিল সমর্থকদের দীর্ঘ ৬০ফুট লম্বা পতাকা নিয়ে আনন্দ উল্লাস

কাঠালিয়ায় ব্রাজিল সমর্থকদের দীর্ঘ ৬০ফুট লম্বা পতাকা নিয়ে আনন্দ উল্লাস

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ায় বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুটবল দল ব্রাজিল সমর্থকরা দীর্ঘ ৬০ফুট লম্বা একটি পতাকা নিয়ে আনন্দ উল্লাস ও শোভাযাত্রা করেছেন। খেলার প্রথম দিন  রোববার বিকেলে উপজেলার সদর রোডে তারা এ আনন্দ উল্লাস করেন। পরে সেখান থেকে তারা পতাকা নিয়ে একটি শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ফুটবল প্রেমিদের মাঝে বিশ্বকাপ নিয়ে আগ্রহ বাড়িয়ে তুলেছে বলে জানান। এ সময় তারা বিশ্বকাপ নিয়ে বিভিন্ন শ্লোগানও দিয়ে ছিল। পরে তারা বাসস্ট্যান্ড পতাকাটি টাঙ্গিয়ে রাখে।

শোভাযাত্রায় অংশগ্রহণকারী ব্রাজিল সমর্থক ও কাঠালিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আজিম সিকদার বলেন, আমি আশা করি ব্রাজিল এ বছর বিশ্বকাপ জিতবে। আমি ব্রাজিল সমর্থকদের খেলা দেখার জন্য আমার দোকানে ৬০ ইঞ্চি টিভি স্থাপন করেছি এবং খেলা শেষে সমর্থকদের জন্য খেচুরির ব্যবস্থা করবো। তিনি আরও বলেন, বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে অংশ নিবে তখন আমরাও আমাদের দেশের পতাকা নিয়ে শোভাযাত্রা বের করবো। মানুষকে সেই ধরণের প্রেরণা দেয়ার জন্য এই শোভাযাত্রার আয়োজন করেছি।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana