শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঝালকাঠির কাঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংর্বধনা দেওয়া হয়েছে। আজ শুক্রবার উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকতা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সংর্বধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তানজিলা আহমেদ, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, কাঠালিয়া সোনালী ব্যাংকের ম্যানেজার আরিফ মাহমুদ সেরনিয়াবাদ, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান জমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ফারুকী, বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন সিকদার প্রমুখ।
এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে সূর্যদ্বয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনী, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরুস্কার বিতরণ করা হয়। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র/ছাত্রী ও রাজনৈতিক নেত্রীবৃন্দসহ সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।