বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও আরডিএফের আয়োজনে উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, আরডিএফ এর উপজেলা সমন্বয়কারী মো. আশ্রাফুল আলম, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, শিশির দাস, মো. মাহমুদ হোসেন রিপন, মো. মিঠু সিকদার প্রমুখ।