বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় চলতি আমন মৌসুমে ফসল সুরক্ষায় পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সদরের উত্তর আউরা মাঠে এ পার্চিং উৎসবের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্ধোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ তানজিলা আহমেদ।
পরে এলাকার সংগঠিত কৃষকদের নিয়ে ফসল সুরক্ষায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপসহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার মো.জামাল হোসেনের সভাপতিতত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ তানজিলা আহমেদ।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপসহকারি কৃষি অফিসার মো.বখতিয়ার উদ্দিন শান্ত, মো.হাসিবুর রহমান, অদিতি রানী, মো. মহিবুল্লাহ শিফাত ও কৃষক হেমায়েত উদ্দিন প্রমূখ। উল্লেখ্য এ বছর উপজেলায় ১১ হাজার ২৩ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে।
ক্ষতিকারক পোকা মাকড় ফসলের ব্যাপক ক্ষতি করে। কীটনাশক ছাড়াই ক্ষতিকারক সকল পোকা মাকড় বিনষ্ট করার জন্য ফসলের মাঠে ডালপালা পুতে পাখিদের বিশ্রমস্থল গড়ে তোলা হয়। পাখিরা ক্ষেতের ক্ষতিকারক পোকা মাকড় খেয়ে বিশেষ ভুমিকা রাখে। এটি পরিবেশ সম্মত কৃষি প্রযুক্তি হিসেবে কৃষকদের মাঝে সারা ফেলেছে।