রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন

কাঠালিয়ায় ফসলের ক্ষতিকারক পোকা শনাক্তে আলোক ফাঁদ

কাঠালিয়ায় ফসলের ক্ষতিকারক পোকা শনাক্তে আলোক ফাঁদ

কাঠালিয়ায় ফসলের ক্ষতিকারক পোকা শনাক্তে আলোক ফাঁদ

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ায় রোপা আমন ফসলের ক্ষতিকারক পোকার উপস্থিতি শনাক্তকরণ ও উপস্থিতি জেনে দমন পদ্ধতির ব্যবস্থা গ্রহনে আলোক ফাঁদ ব্যবহার করা হচ্ছে। এ পদ্ধতি ব্যবহারে কৃষকের উদ্ধুদ্ধ করতে এক যোগে ১৮টি বøকে স্থাপন করা হয়েছে আলোক ফাঁদ।

গত বুধবার সন্ধ্যায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে এ আলোক ফাঁদ স্থাপন করা হয়।

এদিন সন্ধ্যায় উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া বøকের চেয়ারম্যান বাড়ী মাঠে কৃষক মো.আবুল কালাম ও মো.হারুন হাওলাদারের জমিতে আলোক ফাঁদ স্থাপন পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ তানজিলা আহমদ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবীদ মো.ইব্রাহিম, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো.জামাল হোসেন, উপসহকারি কৃষি অফিসার মো.হাসিবুর রহমান, জাহিদুল ইসলাম, মহিবুল্লাহ সিফাত, অদিতি রানী, বখতিয়ার উদ্দিন শান্ত, আসাদুজ্জামান খোকন, আমিরুল ইসলাম, কৃষক মো.আবুল কালাম, মো.হারুন হাওলাদার, আঃ বারেক, মো.আলমগীর বয়াতি, মো.ফরিদ উদ্দিন, মো.জসিম উদ্দিন ও নিতাই শীল।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে, জমি থেকে ১০০ মিটার দুরে অন্ধকারে বাতি জ¦ালিয়ে বাতির নিচে সাবান পানি মিশ্রিত গামলা রেখে স্থাপন করতে হয়।

আলোক ফাঁদে ২টি মাজরা, ১টি পাতা মোড়ানো, ২টি ড্যামসেল ফ্লাই,৩টি পাতা ফড়িং,১টি বিটল এবং অসংখ্য লেডিবার্ড পোকা শনাক্ত হয়।

আলোর উপস্থিতি পেয়ে বিভিন্ন ধরণের ক্ষতিকর পোকা শনাক্ত করে ধান ক্ষেতে পরবর্তি দমন পদ্ধতি ঠিক করা হয়।

এসময় ফসলের মাঠে পার্চিং, নিয়মিত ক্ষেত পরিদর্শন, হাত দিয়ে ডিমের গাদা ধ্বংশ করা ও আক্রমন বেশি হলে অনুমোদিত বালাই নাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হয় কৃষকদের।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana