সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম ও সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ মুসা এর সভাপতিত্বে বক্তব্য ঝালকাঠির সহকারি প্রকৌশলী (এইচইডি) শৈলেন্দ্রনাথ মন্ডল, উপজেলা সহকারি প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাটিখালঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারি মো. সোহানুর রহমান সোহানসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে সকল কর্মকর্তা কর্মচারী।