বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধা সিকদার মো. ফারুক যুব ও ক্রীড়া সংঘের উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত ব্যবসায়ী ও পথচারীদের এ করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
বীর মুক্তিযোদ্ধা সিকদার মো. ফারুক যুব ও ক্রীড়া সংঘের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. শাখাওয়াত হোসেন অপু সিকদারের সভাপতিত্বে উপসহকারি কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বশির, জেলা ছাত্র লীগের সহ সভাপতি রেজাউল করিম সাদ্দাম, সংগঠনের সাধারণ সম্পাদক মো. অলিউল ইসলাম লিটন, সদস্য মো. সিয়াম হোসেন, মো. জাইয়ান, আব্দুল রহিম, মো. সজিবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি মো. শাখাওয়াত হোসেন অপু বলেন, করোনা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে মানুষের সুরক্ষায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান সহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছি। হঠাৎ করে করোনা বেড়ে যাওয়ায় সোমবার সকালে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান বিতরণ কার্যক্রমের শুরু করেছি। এখন থেকে প্রতি সপ্তাহে এক দিন এই বিতরণ কার্যক্রম চলবে।