রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কাঠালিয়া উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক সুরাইয়া আক্তারকে তার দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যহতি প্রদান করা হয়েছে। স¤প্রতি অনৈতিকভাবে আর্থিক স¤পৃক্ততার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
যা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শকগণের দায়িত্ব সংক্রান্ত শর্তাবলীর পরিপন্থী। বুধবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের পরিদর্শন, পরিবীক্ষণ ও প্রত্যাহার শাখার এক অফিস আদেশে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত সুরাইয়া আক্তারের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়িত্ব হতে অব্যহতি আদেশ বলবৎ থাকবে।
ঝালকাঠির কাঠালিয়ায়ে নীতিবর্হিভূত তার অনৈতিক আচার আচরণ ও কর্মকান্ড নিয়ে এলকার ব্যবসায়ীরা ক্ষুব্দ ছিলেন। ঝালকাঠির নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন।