বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
ঝালকাঠির কাঠালিয়া নরসুন্দর কমিটির উদ্যোগে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কাঠালিয়া পুলিশ সুপার মার্কেটস্থ নরসুন্দর কমিটির প্রধান কার্যালয়ে নরসুন্দর সমিতির উদ্যোগে সার্বজনিনভাবে বিশ^কর্মা পূজা আয়োজন করা হয়। পূজা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, কাঠালিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক
মোঃ আজিম সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসুন্দর সমিতির সভাপতি অভিনাস চন্দ্র শীল। স্বাগত বক্তব্য নরসুন্দর সমিতির সম্পাদক অর্জুন চন্দ্র শীল। অনুষ্ঠানে নরসুন্দর সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।
নরসুন্দর সমিতির সভাপতি অভিনাস চন্দ্র শীল জানান, বিশ^কর্মা পূজা উপলক্ষ্যে আমরা কাঠালিয়া বাজার নরসুন্দর কমিটি সারাদিন দোকান বন্ধ রেখেছি এবং সংগঠনের সাধারণ সম্পাদকের দোকানে এ পূজার আয়োজন করি।
উপজেলায় হিন্দু সম্প্রদায়ের নাপিত,কামার,কুমার, তাঁতীসহ হাতের কাজ করেন এমন পেশা ভিত্তিক ব্যক্তিরা পারিবারিক ও সার্বজনিনভাবে পূজা অর্চনা ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে পালন করেছে।