বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:০১ অপরাহ্ন
কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নদী ভাঙ্গনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তার চেক বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জোহর আলী। উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপতিতে¦ এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, থানা অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহমাদুর রহমান প্রমূখ। এসময় ১২ জন ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫০ হাজার টাকা করে ৬ লক্ষ টাকার চেক বিতরণ করেন।