বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় নদীভাঙ্গন ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যোগে এ চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা মো. জোহর আলী।
এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, মো. মাহমুদ হোসেন রিপন, মো. মিঠু সিকদার।
উপজেলার বিভিন্ন এলাকার নদীভাঙ্গন ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৪৪জনের মাঝে ৪ হাজার টাকা করে এক লাখ ৭৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।