বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরষিদ সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফলি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. আনোয়ারা বেগম, উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ, প্রেসক্লাবের সভাপতি সিকদার মো. কাজল প্রমুখ।
অনুষ্ঠান শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে ৬জন নারীকে সেলাই মেশিন ও ৫জন নারীকে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।