শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা সহকারী প্রেগ্রামার অতনু কিশোর দাস মুন, যুব প্রশিক্ষন নিয়ে সফল আত্মকর্মী আব্দুল্লাহ আল মামুন, আব্দুল বারেক প্রমূখ। পরে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষন প্রাপ্তদের মাঝে সনদ ও চেক বিতরণ করা হয়।