বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট:
“মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কাঠালিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষে হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার। উপজেলা প্রশাসনের আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মেদুর রহমান, সরকারি কাঠালিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মো. কাজল প্রমুখ।