সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন
বার্তা ডেস্কঃ
ঝালকাঠির কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে পলি আক্তার(১৫) নামের এক নবম শ্রেণির ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার বিকালে উপজেলার আমুয়া ইউনিয়নের পূর্ব পাড় এলাকায় এ ঘটনা ঘটে। পলি আক্তার আমুয়া ১নং ওয়ার্ডের হারুন তালুকদারের মেয়ে ও স্থানীয় আমুয়া বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
নিহত পলির বাবা হারুন তালুকদার জানান, সকলের অজান্তে ঘরের আড়ার সাথে রশি বেধেঁ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পলি। পরে ঘরের লোকজন তাকে ঝুলতে দেখে রশি কেটে দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিজানুর রহমান জনান, পলি আক্তারকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা গেছে।
কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পলি আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য আগামীকাল বুধবার লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে।