বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় বে-সরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে উপজেলা সদরের মাদ্রাসা রোডে কোস্ট ফাউন্ডেশনের কাঠালিয়া শাখা অফিসে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী বরিশাল অঞ্চলের আবদুর রবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম। বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি জালালুর রহমান আকন, তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের সাবেক উপাদক্ষ্য আবি আব্দুল্লাহ আহসান চুন্নু, উপজেলা বিএনপি নেতা মো. জাকির হোসেন কবির হাওলাদার, কাঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদউল আলম।
অনুষ্ঠিত ইফতার মাহফিলে আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যাপক ও ইত্তেফাক প্রতিনিধি মো. আবদুল হালিম, ঝালকাঠি এলাকা ব্যবস্থাপক মো. আতিকুর রহমান, কাঠালিয়া সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাদল মাহমুদ, মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমীন, কাঠালিয়া শাখা ব্যবস্থাপক মো. রাসেল, ভান্ডারিয়া শাখার ব্যবস্থাপক মো. আল আমিন, একাত্তর টিভি ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মো. সাকিবুজ্জামান সবুর, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মো. মাসুম বিল্লাহ জুয়েলসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, সুধীজন অংশনেন। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মো. সোহাগ মুন্সী।
বে-সরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশন ১৯৯৮ সাল থেকে দেশের উপক‚লীয় জেলাসমূহের দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। উপক‚লীয় এলাকার নারী, শিশু এবং সুবিধা বঞ্চিত মানুষের জীবন যাত্রার টেকসই ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে তারা কাজ করে।