বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় ওয়ার্কাস পার্টির উদ্যোগে মুজিব নগর দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, ইফতর মাহফিল ও দুস্থদের মাঝে কাপড় বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্কাস পার্টির ঢাকা মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কাস পার্টির ঝালকাঠি জেলা সভাপতি মোহাম্মদ আলী তালুকদার বিল্টু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মো. রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দীন সিকদার বাচ্ছু, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান জমাদ্দার, ওয়ার্কাস পার্টির কাঠালিয়া শাখার সভাপতি মো. আলী হায়দার ও শ্রমীক নেতা মো. জাকির হোসেন প্রমূখ। বক্তারা ১৯৭১ সালের ১৭ এপ্রিলে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্রের আলোকে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান ।
এছাড়াও ১৭ এপ্রিল এ দিবসটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানান ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন।
অনুষ্ঠান শেখে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে কাপড় বিতরণ করা হয়।