বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে আর হাজারো দর্শকের উপস্থিতিতে গ্রাম বাংলার ঐহিত্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অুনষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার ঘোষের হাট এলাকার হলতা নদীতে হিন্দু সম্প্রদায়ের লক্ষী দশয়ারা উপলক্ষে ঐহিত্যবাহী এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় ৫টি দল অংশ গ্রহন করে। এসময় নদীর দুই পাশে মানুষের ঢল নামে। প্রতিযোগিতায় মোঃ বেলায়েত হোসেন রাজা মাঝির দল প্রথম স্থান, মোঃ জাফর তালুকদারের দল দ্বিতীয় ও মোঃ কবির সিকদারের দল ৩য় স্থান অধিকার করে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খানম।
আরও পড়ুন : ঘাসের পাতার ওপর শিশির বিন্দু; জানিয়ে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে শীত
ইউপি চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান, মোঃ মিঠু সিকদার, আমুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাকির হোসেন শাহীন মোল্লা, সাধারন সম্পাদক মোঃ ফাহীমুল ইসলাম, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মঞ্জুরুল কবির পারভেজ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ মাসুদ খানসহ আরো অনেকে উপস্থিত ছিলেস। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।