রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন

কাঠালিয়ায় এসি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

কাঠালিয়ায় এসি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া চালিতাবুনিয়া (এসি) বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

জানাযায়,  সোমবার দিবাগত রাতে আমুয়া চালিতাবুনিয়া (এসি) বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দরজার তালা এবং ভিতরে ঢুকে ৫টি ষ্ট্রীল আলমীরার তালা ভেঙ্গে সবকিছু তছনছ করে কাজগপত্র, ল্যাপটপ, মনিটর ও একটি পেনড্রাইভ নিয়ে যায়।

বিদ্যালয়ের নৈশ প্রহরী মো. মারুফ হোসেন জানান, রাত তিনটা পর্যন্ত আমি লাইব্রেরি ও গেটের সামনে বসা ছিলাম। আমার শরীরটা খারাপ লাগায় পাশের রুমে গিয়ে বেঞ্চে একটু শুয়ে পড়ি। যখন ভোর ৪টা বাজে তখন দেখি লাইব্রেরীর সামনের লাইট অফ করা। তখন আমি লাইব্রেরীর সামনে গিয়ে দেখি তালা কাটা এবং সবকিছু এলোমেলো। এরপর আমি বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষককে কল করি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিউল আলম শামীম জানান, মঙ্গলবার ভোরে বিদ্যালয়ের নৈশ প্রহরী ফোন করে বিদ্যালয়ের চুরির ঘটনা জনান। পরে আমি গিয়ে দেখি ৫টি ষ্ট্রীল আলমীরার তালা ভেঙ্গে মালামাল ও কাগজপত্র তছনছ করে একটি ল্যাপটপ, একটি মনিটর ও একটি পেনড্রাইভসহ মূল্যবান কাজগপত্র নিয়ে গেছে চোরে। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana