বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় মো. ওবায়দুল ইসলাম নামের এক প্রতিবন্ধীকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু মুর্যাল চত্ত¡রে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি হিসেবে এ হুইল চেয়ার প্রদান করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, মো. মাহমুদ হোসেন রিপন, মো. মিঠু সিকদার প্রমুখ। ঝালকাঠি প্রতিবন্ধী ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।