বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
মুজিববর্ষে ‘‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তাবায়নের লক্ষ্যে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ইতোমধ্যে জমি নাই, ঘর নাই প্রকল্পের ৩৭৮টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে।
আগামি মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে এ উপজেলায় আরো ৯৯টি ঘর প্রদান বিষয়ক প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।
আজ রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
এ সময় কাঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি মোঃ মাসউদুল আলম, সহ সভাপতি ও সমকাল প্রতিনিধি মোঃ ফারুক হোসেন খান, ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক মো. আবদুল হালিম, জিটিভি ও যুগন্তার প্রতিনিধি মোঃ শহিদুল আলম, একাত্তর টিভি ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মোঃ সাকিবুজ্জামান সবুর, বিজয় টিভির প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন আকাশ, দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি মাছুম বিল্লাহ জুয়েল, দৈনিক আজকের বার্তা প্রতিনিধি মোঃ খাইরুল আমিন ছগির, দৈনিক নব অভিযান প্রতিনিধি সরোয়ার সিকদার, দৈনিক সরেজমিন প্রতিনিধি মোঃ রিয়াজ সিকদার, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোঃ জাকির হোসেন, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মোঃ মহসিন খান, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার প্রতিনিধি মোঃ জাহিদ হোসেন, মোহনা টিভি প্রতিনিধি মাছুম বিল্লাহ, দৈনিক জনকন্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ মোসাদ্দেক বিল্লাহ, দৈনিক শাহানামা প্রতিনিধি মোঃ নাজমুল সানি, দৈনিক মতবাদ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান সোহাগ, দৈনিক বাংলাদেশ বানী প্রতিনিধি আসাদুজ্জামান নিশাত উপস্থিত ছিলেন।