সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
এ সময় আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহম্মেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মোমেন, উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, ইউপি চেয়ারম্যান শিশির দাস, আমিরুল ইসলাম, মো. মুহমুদুল হক নাহিদ সিকদার, মো. মুহমুদ হোসেন রিপন, মো. মিঠু সিকদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।