বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার চ‚ড়ান্ত সুপারিশ লাভ করায় ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনে উন্নয়নশীল দেশে উত্তরণ উদ্যাপন করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠে এ উপলক্ষে বড় পর্দায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভিডিও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। পরে একই মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. এমাদুল হক মনির। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেঁচরী রামাপুর ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রমুখ। উপজেলা প্রশাসন এ উন্নয়নশীল দেশে উত্তরণ উদ্যাপনের আয়োজন করেন।