বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৩নং আমুয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. নকিরুল ইসলামের ঘরে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সারে ৮টার দিকে উপজেলা আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে। চোর নগদ টাকা ও স্বর্নালংকারসহ ৫ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় গেছে।
খবর পেয়ে রাতেই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী ও ওসি (তদন্ত) এইচ এম শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. নকিরুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে সে ইউনিয়ন পরিষদে যায়।
ইফতার করে সন্ধ্যায় ঘরের দরজায় তালা লাগিয়ে মেয়ে নিয়ে কেনাকাটার জন্য আমুয়া বাজারে যায় তার স্ত্রী স্কুল শিক্ষক নিপা আক্তার। রাত ৮ টা ৪০ মিনিটের সময় বাড়ী ফিরে ইউপি সদস্যর স্ত্রী নিপা আক্তার। তালা খুলে ভিতরে ঢুকে বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে দেখেন ঘরের আসবাবপত্র এলোমেলো। আলমিরা ও সুকেস খোলা মালামাল ছড়ানো ছিটানো।
বিছানার বালিশের নিচে থাকা চাবি দিয়ে আলমিরা খুলে দুই লক্ষ ৬৭ হাজার টাকা ও চার ভড়ি স্বর্নালংকারসহ ৫ লক্ষ টাকার মালামাল এবং কাগজপত্র চুরি করে নিয়ে যায় চোর। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী জানান, এ ঘটনায় থানায় মামলা হবে।