শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাঠ পর্যায়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে ৬টি ইউনিয়নের পাঁচ শতাধিক নেতা-কর্মীকে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. এমাদুল হক মনির। প্রশিক্ষণ প্রদান করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. আবু জাফর ও রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনারের বরিশাল বিভাগীয় কো-অডিনেটর কে এম রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, শিশির দাস. হারুন অর রশিদ, মো. আমিরুল ইসলাম, মো. মিঠু সিকদারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণে সরকারের বড় বড় মেগা প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ প্রচার এবং অপপ্রচার রোধের বিভিন্ন কৌশল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি বৃদ্ধি ও স্মার্ট অ্যাপস ব্যবহারের মাধ্যমে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ছবিসহ তথ্য আপলোড করাসহ বিভিন্ন দিক নির্দেশামূলক ধরণা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
আরও পড়ুন : কাঠালিয়ায় জাতীয় যুব দিবস পালিত