বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন
সাকিবুজ্জামান সবুর:
ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনের সড়কে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়াম্যান মো. বদিউজ্জামান সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, থানা অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন প্রমূখ।
সভাশেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৪ লাখ ২০ হাজার টাকার যুব ঋণ বিতরণ করা হয়।