শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধা সিকদার মো. ফারুক ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ছৈলার চর পর্যটন কেন্দ্রে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে।
পরিবেশ রক্ষা ও সৌন্দয্য বৃদ্ধির লক্ষ্যে আজ বুধবার সকালে ছৈলার পর্যটন কেন্দ্রে বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন অপু সিকদার।
কর্মসূচির অংশ হিসেবে প্রথমিক পর্যায়ে আজ পেয়ারা, আমড়া, আম, জাম, কাঠাল, চালিতা, আমলকি, জলপাই, তেঁতুল, কাউফল, কামরাঙ্গা, বকুল, নিমসহ বিভিন্ন প্রজাতির তিন শতাধিক চারা রোপন করা হয়েছে।
এছাড়া ছৈলারচর পর্যটন এলাকায় বিভিন্ন প্রজাতির দেড় হাজার ফলজ ও ফুল গাছের চারা রোপন করা হবে।
কর্মসূচিতে সংগঠনের সদস্য আঃ রহিম, মোঃ শামিম হোসেন, মোঃ সিয়াম হোসেন, মোঃ লালমিয়া, মোঃ আরিফ, মোঃ জহিরুল ইসলাম (সোবাহান), মোঃ রাতুল, রফিকসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।