শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ার কৃতি সন্তান মো. কামাল হোসেন যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। গত ২৯ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়। তিনি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও স্কুল শিক্ষক মরহুম আব্দুর জব্বার ফরাজী ছেলে। শিক্ষা জীবনে কামাল হোসেন আওরাবুনিয়া মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, বেতাগী ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
এর আগে তিনি কক্সবাজার জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে সততা, নিষ্ঠা ও তার আদর্শে সাধারণ মানুষের মনে স্থান করে নেন। কক্সবাজারবাসী আজও তার নাম হৃদয়ে গেঁথে রেখেছেন। তিনিই ছিলেন জেলার ইতিহাসে সফল জেলা প্রশাসক।
কামাল হোসেন বলেন, আমার এ পদোন্নতির জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবসময় সরকারের দেওয়া দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার মধ্যদিয়ে পালন করছি। মানুষের প্রতি মায়া-মমতা নিয়ে নিঃস্বার্থভাবে কাজ করলে যেকোনো মানুষ প্রশংসা পাবেন। তবে শুধু প্রশংসা পাওয়ার জন্য কিছু করা উচিত নয়। পুরস্কার কিংবা তিরস্কার এ দুটিই কাজের মূল্যায়ন। যতোদিন বেঁচে থাকবো মানুষের সেবায় কাজ করে যাব।