শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বাস্তবায়িত পল্লী সমাজসেবা কার্যক্রম(আরএসএস) ও পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের সুদ মুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ১৬৫ জন উপকারভোগীদের মাঝে আওতায় ৫০ লাখ ২২ হাজার ৫০০টাকা ঋণের চেক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর এর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) শাহ মো. রফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি উপপরিচালক শাহপার পারভীন, সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন।