শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন

কাঠালিয়ায় শিক্ষক অপহরণ মামলার দুই আসামী খুলনা থেকে গ্রেফতার

কাঠালিয়ায় শিক্ষক অপহরণ মামলার দুই আসামী খুলনা থেকে গ্রেফতার

কাঠালিয়ায় শিক্ষক অপহরণ মামলার দুই আসামী খুলনা থেকে গ্রেফতার

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়া থানার স্কুল শিক্ষক অপহরণ মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ। আজ বুধবার (৩ এপ্রিল) ভোরে বরিশালের র‌্যাব-৮ ও খুলনার র‌্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে খুলনা শহরের লবনচরা থানার শিপইয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে খুলনার লবনচরা থানার খান এ সবুর রোডের মৃত্যু আনিসুর রহমানের ছেলে আল আমিন গাজী ও একই থানার মোক্তার হোসেন রোডের মৃত্যু আঃ কুদ্দুস ভুইয়ার ছেলে বেলাল ভুইয়া। বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার।

থানার এসআই মো.ইমরান জানান, এ বছরের ১৩ ফের্রুয়ারী বিকেলে আসামীরা র‌্যাব পরিচয়ে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের কৈখালী বাজারের টেম্পু স্টান্ড থেকে অপহরণ করে শিক্ষক হৃদয় তালুকদারকে। পরে পরিবারের কাছে মুক্তিপন দাবী করে। এ ঘটনায় অপহৃত শিক্ষকের পিতা মো.সেলিম তালুকদার বাদী হয়ে থানা একটি অপহরণ মামলা করেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি, পিরোজপুর ও খুলনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ ফের্রুয়ারী ভোররাতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সদরের একটি বাগান থেকে শিক্ষক হৃদয় তালুকদারকে উদ্ধার করা হয়। এর আগে এ মামলার দুই আসামীকে গ্রেফতার করে পুলিশ।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana