শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রানিসম্পদ দপ্তরের উদ্যোগে উপজেলা প্রানিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. ইমরান বিন ইসলাম, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা দেবেন্দ্র দেবনাথ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, মো. মিঠু সিকদার, উপজেলা শিক্ষা াফিসার মো. আমিনুল ইসলাম প্রমূখ।
মেলায় গরু-ছাগল, হাঁস-মুরগি, পাখি, বিভিন্ন প্রজাতির প্রানী ৪০টি স্টলে প্রদর্শিত হয়। পরে বিজয়ীদের মাছে চেক ও পুরুস্কার বিতরণ করা হয়।