মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় কাঠালিয়া থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মহিতুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা জামায়াতের আমির মাষ্টার মো. মজিবুর রহমান, সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ তপন কুমার হালদার, অধ্যাপক মো. মামুন হোসেন প্রমুখ।
থানার ওসি মং চেনলার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা মো. নাছির উদ্দীন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মো. মোস্তাজাবুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী বাইতুলমাল মো. হাফিজুর রহমান, সাংবাদিক মো. শাহ জালাল, ইসলামী আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা কেএম ছোলায়মান, আমুয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. মান্নান তালুকদার, আমুয়া ইউনিয়ন যুবদল নেতা মো. বাশার মুন্সি, চেচঁরী রামপুর ইউনিয়ন জামায়াতের কর্মী মো. মিরাজ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষার, ছাত্রদলের সদস্য সচিব আদনান আহমেদ, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা বায়েজিদ আহমেদ শান্ত প্রমুখ।
সভায় প্রধান অতিথি আইনশৃঙ্খলা রক্ষার্থে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ব্যক্তিবর্গ খোলাখুলি তাদের মতামত ব্যক্ত করেন এবং পুলিশকে সহায়তার আশ্বাস দেন।