শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পিস ফ্যাসিলেটর গ্রæপ (পিএফজি’র) ফলো সভা আজ শনিবার (৩০ নভেম্বর) উপজেলা সদরের বীরমুক্তিযোদ্ধা সিকদার মো.ফারুক স্মৃতি সংসদে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা সুজন সভাপতি ও পিএফজির সিনিয়র সদস্য উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক অধ্যাপক মো.আবদুল হালিম।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও পিস এ্যাম্বেসেডর মো.জালালুর রহমান আকন।
বিশেষ অতিথি ছিলেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বেসেডর নেটওয়াকর্, বরিশাল অঞ্চলের কো-অডিনেটর সুজন সম্পাদক, সাংবাদিক ফারুক হোসেন খান ও দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, ফ্যাসিলেটর সৈয়দ মনিবুল হাসান।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন এ্যাম্বেসেডর শাখাওয়াত হোসেন অপু, নাসির উদ্দিন হাওলাদার, নাজমিন আক্তার তুলি, পিএফজি সদস্য ইসরাত জাহান রুমা, মনিরুজ্জামান মুকুল গোলদার, অধ্যাপক মো.আবদুস সালাম, মোস্তাফিজুর রহমান মারুফ, মো.হাসিব ভুট্রো, মো.জয়নাল আবেদীন, মো.মিজানুর রহমান সোহাগ, সাবিনা ইয়াসমিন, আসাদুজ্জামান নিশাত, তপন চন্দ্র হাওলাদার, লিনা পারভিন, জাকির হোসেন আকন, এবি রহিম, সাকিবুজ্জামান সবুর ও শাহজামাল হাওলাদার প্রমূখ।
সভায় পিএফজি সদস্যদের ভোটে নুতন দশ সদস্যকে কমিটিতে অন্তভুক্ত করা, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং ১৪ ডিসেম্বর ভাসমান পর্যটন কেন্দ্রে পিএফজির পরবর্তী ফলোআপ সভা এবং পিকনিকের সিদ্ধান্ত হয়।