শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ধুমপান ও তামাকজাত দ্রব্যের অপব্যবহারে করনীয় শীর্ষক এক প্রশিক্ষণ আজ মঙ্গলবার (৪ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন এর সভাপতিত্বে প্রশিক্ষন দেন উপজেলা কৃষি অফিসার মো. ইমরান বিন ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অঠিসার এসএম দেলোয়ার হোসেন।
বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মো. আবদুল হালিম।
প্রশিক্ষনে ইউপি চেয়ারম্যান, কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান, ইমামসহ বিভিন্ন শ্রেনী – পেশার ৩০ জন অংশ গ্রহন করেন।