রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে জরুরী এক সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (১৪ জুন) বিকেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের উদ্যোগে ক্ষতিগ্রস্থ্য ৬০ জনের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জেলা ইউনিটের সাধারন সম্পাদক ও দলনেতা বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.নেছার উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য শাখাওয়াত হোসেন অপু, সাংবাদিক ফারুক হোসেন খান ও দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মো.জাহিদ হোসেন মল্লিক। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব দলনেতা সাথী আক্তার ও উপজেলা যুব দলনেতা মো.হেদায়েতুল ইসলাম জিহাদ প্রমূখ।