সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা দেশের রাজনীতির যে কোনো ইস্যুতে সোচ্চার থাকেন। বিভিন্ন ইস্যুতে প্রতিবাদী কণ্ঠে বক্তব্যের জেরে তিনি আলোচনায় থাকেন রাজনীতি অঙ্গনে।
সম্প্রতি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে সমসাময়িক বিষয় নিয়ে টকশোতে অংশ নেন রুমিন ফারহানা। সেখানে নির্ধারিত টপিকের বাইরে রুমিনের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন উপস্থাপক। এ সময় সঞ্চালক তাকে প্রশ্ন করেন, এখনো কি বিয়ের প্রস্তাব পান?
উত্তরে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমি কোনো ফিল্ম অ্যাক্ট্রেস নই, আমি কোনো মডেল নই। আমি একজন একেবারেই রাজনৈতিক কর্মী। আপাদমস্তক রাজনৈতিককর্মী। সুতরাং এখানে আপনি যে প্রশ্ন করেছেন, সেটা আজকের বিষয়ের সঙ্গে আমার ব্যক্তিজীবনের কোনো সম্পর্ক নেই।
বিয়ের প্রস্তাব আসে কিনা? জবাবে বলেন, প্রস্তাব তো আপনারও (সঞ্চালক) আসে। প্রতিটা মানুষেরই আসে। আমি তো মানুষ। আপনার যদি এসে থাকে, তা হলে আমারও আসবে- এটি খুব স্বাভাবিক।
আরও পড়ুন : একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন কাঠালিয়ার গৃহবধূ মুক্তা আক্তার পুতুল