শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন
লিমা মেহরিন
তবে কী গোলাপহীন হবে
পৃথিবী ভরে যাবে কাঁটায়;
রক্তের বুদ্বুদে ডুবে আছে
কতশত গোলাপ দুঃসহ যন্ত্রনায়।
বাতাসে আগুনের উত্তাপ
রক্তভেজা মেঘ শূন্যে ভাসে
ধোঁয়ায় আচ্ছন্ন জীবনের আর্তনাদ।
ভূমিদখলকারী সাম্রাজ্যবাদী নিপীড়কের
রাইফেলে হিংসার বিষবুলেট জ্বলে ওঠে
জাতিনিধনের নেশায় মুক্তিকামীর বুকে।
বিশ্ব মোড়লেরা যুদ্ধের ডামাডোল বাজায়
রক্তচোখে মানবিক ফ্রেমের রঙিন চশমা
দেখেনা কেবল অবরুদ্ধ গাজা
মানবতার বিধ্বস্ত বিপর্যয়।
নির্মম ধ্বংসের নিচে তবু জেগে
আছে মৃত্যু অভয়;
বারুদের গন্ধে ভারী শিশুর কান্না
তারা এখন আবাবিল হয়ে রয়।
আমরা কি জাগবো! আর কবে!
আর কত হবে মিথ্যার প্রলাপ!
দেখো চেয়ে নির্ভয়ে;
নিঃসীমে মেলেছে ডানা
ফিলিস্তিনের শহীদী গোলাপ।