বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক আন্দোলন কাঠালিয়া’র সদস্যরা।
আজ বুধবার দুপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে সামাজিক আন্দোলন কাঠালিয়া’র একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন সামাজিক আন্দোলন কাঠালিয়া’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ তুহিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ ইস্রাফিল তালুকদার, শৌলজালিয়া ইউনিয়নের সদস্য সচিব মোঃ ফায়েজুল্লাহ, সদস্য মোঃ জিয়াউল হক সজল, মোঃ রিফাত হোসেনসহ সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মীরা।
সংঠনটির সভাপতি মোঃ তুহিন সিকদার সাংবাদিকদের জানান, সুন্দর কাঠালিয়া বির্নিমানে সামাজিক আন্দোলন কাঠালিয়া’র সাথে একযোগে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। সামাজিক আন্দোলন কাঠালিয়া’র সকল কর্মকান্ডে উপজেলা নির্বাহী অফিসার পাশে থাকবেন বলে আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের শুভেচ্ছা জানান।