বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন

আন্তর্জাতিক কলের মাধ্যমে ৮৬৭ কোটি টাকা পাচারের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

আন্তর্জাতিক কলের মাধ্যমে ৮৬৭ কোটি টাকা পাচারের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

আন্তর্জাতিক কলের মাধ্যমে ৮৬৭ কোটি টাকা পাচারের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

আন্তর্জাতিক ইনকামিং ও আউটগোয়িং ফোনকলের মাধ্যমে অর্থপাচারের অভিযোগে দুটি মামলায় দুটি গেটওয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠান দুটি হলো অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশনস লিমিটেড ও ভিশন টেল লিমিটেড। আজ রোববার তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত হয়।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বলেন, আন্তর্জাতিক ইনকামিং ও আউটগোয়িং কলের ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা দেশে না এনে পাচার করেছে অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশনস লিমিটেড। এই কলের আয় থেকে সরকারের রাজস্বও পরিশোধ করা হয়নি। তাই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদারের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত এসব আন্তর্জাতিক কলের আদান–প্রদান হয়।

আক্তার হোসেন বলেন, একইভাবে ৪০৪ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ২৯৩ টাকা পাচারের অভিযোগে ভিশন টেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাসেল মির্জা ও চেয়ারম্যান এম বদিউজ্জামানের বিরুদ্ধে অর্থপাচারের মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।

দুদক সূত্র জানায়, ২০২১ সালে অর্থপাচারের অভিযোগে ভিশন টেল লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। আর অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশনস লিমিটেডের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে ২০২২ সালে মামলা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana