শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
লিখেছেন : রাজু হাওলাদার
খুব ভোরে একদিন,
যখন মুয়াজ্জিন আযান দেয় কিংবা মোরগ ডাকে
সকালের নরম আর স্নিগ্ধ সীরনের আহ্বান উপেক্ষা করে
যখন অনেকেই ঘুমিয়ে থাকে।
দূর দিগন্ত থেকে যখন বুনো পাখিরা ডাকতে শুরু করে৷
ঠিক তেমনি একদিন ভোরে , অ্যাম্বুলেন্সে করে
সাদা কাফনে মোড়ানো একটা লাশ আস।
এসে নিঃশব্দে, থেমে যায় দুয়ারে
সকালের নিরবতা ভেঙে মরা কান্নার শব্দে
হকচকিয়ে ওঠে চারিদিক।
চারপাশে লাশের স্বজনেরা ভিড় করে৷
অবাক হয়ে দূরে দেখি, লাশের স্ত্রী দাঁড়িয়ে আছে চুপচাপ
তার চোখে একফোঁটাও জল নেই, নেই কোন হাহাকার
বহুদিন বিনিদ্র রজনী কাটিয়ে
মনে হলো
আজ সে মুক্তি পেয়েছে।
লিখেছেন রাজু হাওলাদার
তারাবুনিয়া, পাটিখালঘাটা, কাঠালিয়া,ঝালকাঠি।