শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে ডাব ক্রয় -বিক্রয়ের রশিদ না থাকায় ও বেশি দামে বিক্রি করার অপরাধে তিন ডাব বিক্রেতাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক সাফিয়া সুলতানা শহরের বিভিন্ন এলাকায় ডাবের দোকানে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
সাফিয়া সুলতানা বলেন, মূল্য তালিকা ছাড়া ও বেশি দামে ডাব বিক্রি অপরাধে তিন ডাব বিক্রেতাকে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।এ ছাড়া একটি কসমেটিকসের দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৮ হাজার টাকা মোট ১১হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
আরও পড়ুন : কাঠালিয়া উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটি সমাপনী সভা অনুষ্ঠিত